আলিপুরদুয়ার:- আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকের সরুগাও এলাকায় । জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি দোকান। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের সরুগাঁও চা বাগানের বড় লাইন এলাকার ওই অগ্নিকান্ডে পুড়ে গিয়েছে একটি মুদি দোকান। ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই দোকানের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।