আগামী ৮ই নভেম্বর উন্নয়নের নিরিখে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
298

মালদা:- আগামী ৮ই নভেম্বর উন্নয়নের নিরিখে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় শতাব্দী এক্সপ্রেসে মালদায় এসে পুরাতন মালদা মহানন্দা ভবনে ছাত্রী নিবাস তারপর দিন মঙ্গলবার উত্তরদিনাজপুর কর্ণঝোড়া প্রশাসনিক বৈঠক করবেন। সেখান থেকে ফিরে আবার মালদায় রাতে নিবাস করার পর পরের দিন বুধবার মালদা জেলা প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে সফল করতে এবং স্বাগত জানানোর পাশাপাশি খেলা দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যায় মালদা জেলা পরিষদের অতিথি নিবাসে প্রস্তুতি সভার আয়োজন করলো মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস। পুরাতন মালদা এবং ইংরেজবাজার শহরের যুব তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক ডাকা হয়। জেলা তৃণমূল যুব সভাপতি চন্দনা সরকারের নেতৃত্বে চলে এই বৈঠক। মুখ্যমন্ত্রী কে স্বাগত জানানোর পাশাপাশি
তৃণমূলের খেলা হবে দিবস উপলক্ষে কি কি কর্মসূচি যুব তৃনমূলের পক্ষ থেকে করা হবে তার বিস্তারিত ভাবে আলোচনা করা হয় এই বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here