আগামী ৫ ও ৬ নভেম্বর কলকাতার দমদম ও কোননগরে বেঙ্গল ক্যারাটে হাফকিডো কোরেন মাকটালার আট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রঘুনাথ পালের কাছে প্রশিক্ষণ নেওয়া ১৮জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে,যা জেলা তথা মালদা,উত্তর দিনাজপুর মধ্যে প্রথম বলে দাবি সেয়ান রঘুনাথ পালের ।পুরষ্কার পেয়ে প্রতিযোগিতা আগামীদিনে ন্যাশনাল পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে ,আশাবাদী রঘুনাথ পাল থেকে শুরু করে অভিভাবক ও প্রতিযোগীরাও

0
205

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৩শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-আগামী ৫ এবং ৬নভেম্বর কলকাতায় বেঙ্গল চাম্পিয়নশিপ হাফকিডো কোরেন মাকটালার আট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।সেই খেলায় সেয়ান রঘুনাথ পালের কাছে প্রশিক্ষণ নেওয়া ১৮জন ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া ছাত্র-ছাত্রী প্রতিযোগীতায় সুযোগ পেয়েছেন।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথ পালের কাছ থেকে প্রশিক্ষণ নেবার পরেই এতজন ছাত্রছাত্রী এবছর সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে,যা জেলার মধ্যে অন্যতম বলেই রঘুনাথবাবু দাবি করেন। কলকাতা দমদম ও কোননগরে এই ক্যারাটে প্রতিযোগীদের পাশাপাশি মালদার ও বেশ কয়েকজন অংশগ্রহনের সুযোগ পেয়েছে রাঘুবাবুর কাছে প্রশিক্ষণ নিয়ে। প্রতিযোগীরা পুরস্কার পাবে বলে আশাবাদী রঘুবাবু থেকে শুরু করে প্রতিযোগীরা ও তাদের অভিভাবকেরাও।

       ক্যারাটে প্রশিক্ষণ জগতের উল্লেখযোগ্য নাম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেয়ান রঘুনাথ পাল। তিনি শুধু দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটে প্রশিক্ষন ছাত্র-ছাত্রীদের দিয়ে থাকেন না, সুদূর উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মালদা জেলা বিভিন্ন প্রান্তে তিনি ছাত্র-ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার কাছে প্রশিক্ষণ নেওয়ার পরেই বহু ছাত্র-ছাত্রী রাজ্য ও ইন্টারন্যাশনাল পর্যায়ের ক্যারাটে খেলায় বহু পুরস্কার নিয়ে এসে জেলার মুখ উজ্জ্বল করেছেন বহুবার প্রতিযোগীরা। পুরুষদের পাশাপাশি মহিলাদের আত্মনির্ভর করার জন্যই তিনি এমন প্রশিক্ষণ গৌড়বঙ্গের তিন জেলায় বহুদিন ধরে দিয়ে যাচ্ছেন কয়েকশো ছাত্র ছাত্রীদের বলে জানা গিয়েছে।

   সেয়ান রঘুনাথ পাল জানান, আগামী ৬ ও ৭ ই নভেম্বর কলকাতার দমদম ও কোন নগরে ক্যারাটে হাফকিডো কোরেন মাকটালার আট চ্যাম্পিয়নশিপ ক্যারাটে খেলার আয়োজন করা হয়েছে।সেখানে রঘু ক্যারাটে হাফকিডো কোরেন মাকটালার আট চ্যাম্পিয়নশিপ একাডেমীর সেয়ান রঘুবাবুর কাছে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া প্রায় তিন জেলার ১৮ জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করতে চলেছেন।এদিন রঘুবাবু তার বেলবাড়ির পালপাড়ার বাড়িতে এমনটাই জানান।

  রঘুবাবু এদিন জানিয়েছেন, বেঙ্গল চ্যাম্পিয়নশিপে যারা পুরস্কার পাবে তারাই ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পাবে আগামীতে।সেখানে সুযোগ পাওয়া প্রতিযোগীরা ক্যারাটে হাফকিডো কোরেন মাকটালার আট চ্যাম্পিয়নশিপ খেলাতে ফ্রন্ট কিক,ব্যাগ কিক, টার্নিং কিক, লোয়ার কিক থেকে সমস্ত জিনিসই ব্যবহার করতে পারবেন। তিনি জানান, জেলার পাশাপাশি বাকি দুই জেলা থেকে যারা অংশগ্রহণ করতে চলেছে তারা পুরস্কার নিয়ে এসে ন্যাশনাল পর্যায়ের ক্যারাটে খেলায় সুযোগ পাবেই।

মনতোষ সরকার ও পল্লবী রায় নামে দুই হাফকিডো কোরেন মাকটালার ক্যারেটে খেলায় সুযোগ পাওয়া প্রতিযোগী ছাত্র ছাত্রী জানালেন,এই সুযোগ আমরা রঘু স্যারের জন্য পেয়েছি।আগামী দিনে হাফকিডো কোরেন মাকটালার আট শিক্ষক হতে চাই।

    এমন ক্যারাটে খেলায় তাদের পরিবারের ছেলে মেয়েরা সুযোগ পাওয়ায় খুশি হয়েছেন এক প্রতিযোগী ছাত্রীর মা জানালেন,এটা রঘুনাথ পাল বাবুর জন্যই সম্ভব হয়েছে।আমরা আশা রাখছি ওরা কলকাতা থেকে পুরস্কার নিয়ে এসে অনেক উপরে যাবে আমাদের আশা।

 তবে আগামী দিনে তারা যে পুরস্কার নিয়ে সে জেলা কথা গৌড়বঙ্গের মুখ উজ্জ্বল করবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here