শিলিগুড়ি:-
আগামী ১৫ই ফেব্রুয়ারি সকাল ছটা থেকে উত্তরবঙ্গে ২৪ ঘন্টা পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স আসোশিয়েশন।শুক্রবার শিলিগুড়িতে,সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান,গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের জন্য বিভিন্ন পাম্প যে তেল দিয়েছিল তার দাম এখনো মেলে নি। যারা বাজার মুল্য উনিশ কোটি টাকা। শ্যামল বাবু বলেন,উত্তরবঙ্গে আট জেলায় এই বকেয়ার পরিমান উনিশ কোটি টাকা।আমরা তেলের টাকা পাচ্ছি না।আবার নির্বাচন আসছে।ফলে সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছি।রাজ্য জানিয়েছে কেন্দ্রের বাহিনী চলাচলের জন্য এই টাকা মেলে নি।ফলে তা দেওয়াও যাচ্ছে না।আমরা কিভাবে চলব তাহলে?বকেয়া টাকা না পেলে আমরা আগামী লোকসভা নির্বাচনে তেল দেব কিনা তা নিয়ে ভাবতে হবে।























