আলিপুরদুয়ারঃ আগামী ১২ জানুয়ারি থেকে রাজাভাতখাওয়াতে শুরু হতে চলেছে বক্সা টুরিজম এণ্ড কালচারাল কার্নিভাল । ডুয়ার্সের বসবাস রত বিভিন্ন জনগোষ্ঠীর সাংষ্কৃতিক তাদের খাদ্য, তাদের হাতে তৈরি জিনিসপত্র বিভিন্ন জনগোষ্ঠীর বাদ্যযন্ত্র সবার সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে বক্সা টুরিজম এণ্ড কালচারাল কার্নিভাল। আগামী ১২ থেকে ২৩ জানুয়ারি ওবধি চলবে এই অনুষ্ঠান।
আয়োজক কমিটির পক্ষ থেকে রামকুমার লামা জানান রাজাভাতখাওয়াতে এই অনুষ্ঠানের সূচনা হবে এবং বক্সার বিভিন্ন গ্ৰাম ও পর্যটনস্থলে এই অনুষ্ঠান হবে।
উদ্যোক্তারা জানান ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সংষ্কৃতি তাদের বাদ্যযন্ত্র হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত কিছু সংরক্ষণ জন্য এই কার্নিভাল আয়োজন করা হচ্ছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আগামী ১২ জানুয়ারি থেকে রাজাভাতখাওয়াতে শুরু হতে চলেছে বক্সা টুরিজম এণ্ড কালচারাল...