আগামী নয় ডিসেম্বর আলিপুরদুয়ার জেলায় আসছে মুখ‍্যমন্ত্রী

0
332

আলিপুরদুয়ার আলিপুরদুয়ার প‍্যারেড গ্ৰাউণ্ডে হ‍্যালিপাডে শুক্রবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামানো হল। আগামী নয় ডিসেম্বর আলিপুরদুয়ার জেলায় আসছে মুখ‍্যমন্ত্রী।
সুত্রের খবর বাগডোগড়া থেকে হাসিমারা বায়ুসেনা বিমান ঘাটিতে বিশেষ বিমানে করে আসবেন মুখ‍্যমন্ত্রী এবং সেখান থেকে আলিপুরদুয়ার প‍্যারেড গ্ৰাউণ্ডে হেলিকপ্টারে আসবেন মুখ‍্যমন্ত্রী। এবং আলিপুরদুয়ার সার্কিট হাউসে তিনি থাকবেন এবং দশ ডিসেম্বর আলিপুরদুয়ার প‍্যারেড গ্ৰাউণ্ডে আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
এদিন পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার প‍্যারেড গ্ৰাউণ্ডে হ‍্যালিপাডে নামানো হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here