আগামীকাল অর্থাৎ ২৩ শে এপ্রিল মঙ্গলবার দক্ষিন মালদা লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদায় আসছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

0
137

মালদা:- আগামীকাল অর্থাৎ ২৩ শে এপ্রিল মঙ্গলবার দক্ষিন মালদা লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদায় আসছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি প্রায় এক কিলোমিটার রোড শো করবেন। সেই মত সি আর পি এফের একটি বিশেষ দল জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি মালদা জেলা বিমন বন্দর ও জেলা ক্রিয়া সংস্থার মাঠ।
বিজেপি সুত্রে জানা গিয়েছে,দক্ষিন মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে নির্বাচনি প্রচারে আসছেন অমিত শাহ। আর সেই কারনে এলাকা পরিদর্শন করেন সি আর পি এফের বিশেষ দল। বিজেপি নেতা নিলাঞ্জন দাস বলেন,সকাল ৯টা৩০ মালদা বিমান বন্দরে নেমে সেখান থেকে শহরের প্রাণ কেন্দ্র পোস্টফিস মোড় শ্যামা প্রসাদ মুর্খাজীর মূর্তিতে মাল্যদান করবেন। এরপর রোড শো করে শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে আসবেন। এরপর রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বিমনে করে ফিরে যাবেন। সেই করনে জায়গা পরিদর্শন করা হয় এদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here