চাঁচল:-আইনজীবীর বাড়ি থেকে মোবাইল চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোর সহ দুটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করল মালদহের চাঁচল থানার পুলিশ। ধৃতকে আজ চাচোল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
জানা গিয়েছে চাঁচোল আদালতের আইনজীবী রাখি চৌধুরীর বাড়িতে আসামির পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তার বাড়িতে ঢোকে ধৃত এক যুবক তপন সাহা।( ২৬) আইনজীবীর বাড়িতে ঢুকে তার বাড়ি থেকে দুটি নামিদামি কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন চুরি করে পালায় ধৃত ওই যুবক। এ বিষয়ে পরেরদিনই চাচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা আইনজীবী রাখি চৌধুরী। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোনের লোকেশন ধরে ধৃত যুবক তপন সাহা কে বৈষ্টম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাচল থানায় নিয়ে আসা হয়।আজ ধৃত কে চাচোল মহকুমা আদালতে পেশ করে চাচল থানার পুলিশ।২৪ ঘন্টার মধ্যে ধৃত ওই মোবাইল চোরকে গ্রেফতার কড়াই চাচল থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মহিলা আইনজীবী রাখি চৌধুরী।