আইএসআই’ না দেখলেই ঠকবেন! মুখা-নৃত্যে বার্তা

0
34

‘আইএসআই’ না দেখলেই ঠকবেন! মুখা-নৃত্যে বার্তা, বালুরঘাটে রাজ্যের নজিরবিহীন ক্রেতা সুরক্ষা শিবির

বালুরঘাট, ৪ জুলাই —–ঠকছেন ক্রেতা, বাড়ছে সাইবার প্রতারণা—সব মিলিয়ে বিপদের মুখে সাধারণ মানুষ। এবার সেই অবস্থা রুখতে অভিনব উদ্যোগ রাজ্যের। বালুরঘাটে প্রথমবারের মতো দুই দিনাজপুর ও মালদা জেলার আধিকারিকদের নিয়ে জাঁকজমকপূর্ণ ক্রেতা সুরক্ষা অনুশীলন শিবির করল রাজ্য সরকার।

মন্ত্রী বিপ্লব মিত্রের তত্ত্বাবধানে বৃহস্পতিবার শুরু হওয়া এই দু’দিনের কর্মসূচিতে শুক্রবার ছিল মূল আলোচনার দিন। জেলা প্রশাসনের উপস্থিতিতে বালুছায়া সভাকক্ষে কলেজ পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল সচেতনতা বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে ও BIS-এর ডেপুটি ডিরেক্টর মৈনাক গাঁতাইত।

বৈদ্যুতিন দ্রব্য, অলঙ্কার—সব ক্ষেত্রেই মানচিহ্ন না দেখলে ঠকার আশঙ্কা। তা নিয়ে বিশদ আলোচনা চলেছে। সভাকক্ষের বাইরে জেলার মুখা শিল্পীদের বর্ণময় নৃত্যে উঠে এসেছে মানচিহ্নের তাৎপর্য।

মন্ত্রী বলেন, “দপ্তর একা সচেতনতা ছড়াতে পারবে না, তাই ছাত্রছাত্রীদের সঙ্গেই গড়ে উঠছে রক্ষাকবচ।”

সতর্কতা যেখানে শিল্পকলার হাত ধরেছে, সেখানেই জেগে ওঠে সমাজ—এই বার্তাই যেন রেখে গেল এই অভিনব শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here