কোচবিহার:- অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিলের বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটি । বুধবার কোচবিহারের নিউটাউন এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিকি বিক্ষোভ দেখান সিপিআইএম । অবরোধের ফলে কোচবিহার রাজ্য সড়কে জাম লেগে যায় । যদিও প্রায় ১৫ মিনিট তাদের অবরোধ চলার পথ তারা অবরোধ তুলে দিলে পরিস্থিতির স্বাভাবিক হয় । তাকে সঙ্গে তারা একটি স্মারকলিপী বিদ্যুৎ দপ্তর প্রদান করেন । তার অভিযোগ বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে । সাধারণ মানুষকে উপর বিল চাপিয়ে দিচ্ছে রাজ্য ও কেন্দ্রের সরকার সমস্তটাই সাধারণ মানুষের উপর অত্যাচার করছে । এরই প্রতিবাদে আজ প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। আগামী দিনের বৃহত্তর আন্দোলনে হবে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিলের বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে...