অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে খুনের চেষ্টা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত উজ্জ্বল মণ্ডল কে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে যাওয়ার সময় ধৃত উজ্জ্বল মণ্ডল জানিয়েছে, প্রেমে প্রতারণার কারণেই সুদীপা স্বর্ণকারকে ভয় দেখানোর জন্যই এভাবে হামলা চালানো হয়। স্টিলের চাকু দিয়ে এদিন ওই ছাত্রীর উপর হামলা চালিয়েছিল সে। খুন করার পরিকল্পনা থাকলে সে লোহার চাকু দিয়েই ওই ছাত্রীর ওপর হামলা চালাতো।
অভিযুক্ত যুবক আরো জানায় ওই ছাত্রীর সঙ্গে তার ভালোবাসা ছিল কিন্তু ওই ছাত্রী আরেকটি ছেলের প্রেমে জড়িয়ে পড়েছিল এবং তাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিল তার জেরে এই হামলা । বুধবার অভিযুক্ত উজ্জল মণ্ডল কে তিনদিনের জন্য পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে |
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে খুনের চেষ্টা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত উজ্জ্বল...