অশোকের হাত ধরে বালুরঘাটের চকভবানীতে ড্রেন নির্মাণের সূচনা, অবসান জলনিকাশির দীর্ঘ যন্ত্রণা

0
91

অশোকের হাত ধরে বালুরঘাটের চকভবানীতে ড্রেন নির্মাণের সূচনা, অবসান জলনিকাশির দীর্ঘ যন্ত্রণা

বালুরঘাট, ১০ মে —— স্বাধীনতার পর প্রথমবার! বালুরঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নর্থ চকভবানী এলাকায় শুরু হল স্থায়ী ড্রেন নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরে জলনিকাশির সমস্যায় জর্জরিত এই এলাকায় অবশেষে স্বস্তির হাওয়া। শনিবার দুপুরে পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ওয়ার্ড কাউন্সিলর দুলালি মুর্মু ও মহেশ পারেখ যৌথভাবে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন।

প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ড্রেন এলাকার জলনিকাশি ব্যবস্থাকে এক নতুন দিশা দেবে বলেই আশাবাদী পৌর কর্তৃপক্ষ। বর্ষায় হাঁটুজল—এ যেন নিত্যদিনের অভিজ্ঞতা ছিল বাসিন্দাদের। এবার তার অবসান ঘটতে চলেছে।

এদিন যে খবর পেয়ে খুশি এলাকাবাসী। বাসিন্দারা জানান, “এতদিনে সমস্যার সমাধান হতে চলেছে দেখে খুব ভাল লাগছে।” পৌরসভার তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ওয়ার্ডের অন্যান্য অংশেও পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হবে।

নতুন ড্রেন কেবল জল সরানোর পথ খুলে দেবে না, বরং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here