অল্প জলে বাড়িতে চৌবাচ্চা বানিয়ে তার মধ্যে ত্রিফল বসিয়ে জল দিয়ে পাট জাগ দিলে ভালো ফলন পাবার পরামর্শ দিলেন ব্লক কৃষি দপ্তর, কৃষি দপ্তরে পরামর্শ খুশি হয়েছেন কৃষকেরাও
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ১৫ই জুলাই ,দক্ষিণ দিনাজপুর:——-অল্প জলে পাট পচানোর অভিনব উদ্যোগের কথা জানালেন ব্লক কৃষি দপ্তর। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তর বাড়িতে ফাকা একটি জায়গাতে চৌবাচ্চার মত বানিয়ে তার মধ্যে পলিথিন বিছিয়ে দিয়ে জল দিয়ে পাট জাগ দেওয়ার কথা জানালেন।সেই জলের মধ্যে ট্রাইজাফ সোনা নামে এক ধরনের ওষুধ প্রয়োগ করলেই পাটের মান ও দাম ভালো পাবে বলে দপ্তর সূত্রে জানা গেছে। ব্লক কৃষি দপ্তরের আধিকারিক জানিয়েছে,বৃষ্টি কম হওয়ার কারণে এমন ভাবে কৃষকেরা পাট জাগ দিলে তারা অনেক উপকৃত হবে। কৃষি দপ্তরে এমন পরামর্শকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
দক্ষিণ দিনাজপুর জেলা কৃষিভিত্তিক জেলা বলেই পরিচিত। এ জেলার গঙ্গারামপুর ব্লকে বেশিরভাগ মানুষজনই কৃষি কাজের সঙ্গে যুক্ত। প্রতিবছরো ই বিভিন্ন ধরনের ফসল দ্বারা মাঠে ফলিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন। ইতিমধ্যে ই গঙ্গারামপুর ব্লকের 11 টি গ্রাম পঞ্চায়েতের কৃষকেরা তাদের বেশিরভাগ জমিতেই পাট চাষ করেছে। পাটের ফলনও ভালোই পেয়েছেন তারা। কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টির কার্যত দেখা নেই। পাট গাছ হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ফলন পেতে গেলে তা জলে ডুবিয়ে রাখতে হয়। কিন্তু এবছর খাল বিল পুকুরে বৃষ্টি না হবার জন্য জলের হাহাকার শুরু হয়েছে।
ইতিমধ্যে গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তর কৃষকদের সমস্যার বিষয়টি নিয়ে ছুটে গেছেন আধিকারি সুদীপ্ত বাবু ১১ টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলিগলির পাড়ায় পাড়ায়। এমন পরিস্থিতির উপরে কিভাবে কৃষকদের সুবিধা দেওয়া যায় সে বিষয়টি নিয়ে তিনি এক অভিভাবক উদ্যোগের কথা জানালেন।
গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বছর পাট পচানোর জন্য জলের সংকটের কারণে কৃষকেরা যদি তাদের বাড়িতেই অল্প জায়গাতে একটি ডোবা তৈরি করে নিতে পারে সেখানেই তারা পাট গাছ যাক দিতে পারবেন। প্রথমে খাল করে নেওয়ার পর তার উপরে ত্রিফল দিয়ে সে খালটিকে ঢেকে দিতে হবে। এরপরে সেখানে ভালো পরিষ্কার জল পুরো খাল ভর্তি করে দিতে হবে। তারমধ্যে পাটগা জাগ দিতে হবে। সেখানে অবশ্য ট্রাইজাগ সোনা নামে একটি ওষুধ স্প্রে করলে পাটের মান দারুন পাওয়া যাবে। ফসল যেমন ভালো হবে তেমনি পাটের দামও ভালোই পাবে তারা বলে কৃষি দপ্তরে আধিকারিক জানালেন।
এদিন গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তরের আধিকারি সুদীপ্ত সরকার জানিয়েছেন, কৃষি দপ্তরে পরামর্শ মতে যদি কৃষকেরা পাট জাগ দিতে পারে তাহলে অবশ্যই অনেক অর্থে উপকৃত ভাবে তারা। যেহেতু এখন জলের সংকট চলছে তাই এমন উদ্যোগের কথা বলা হচ্ছে। আশা করছি কৃষকেরাও এমন কাজে এগিয়ে আসবে।
কৃষি দপ্তরের আধিকারিকের এমন পরামর্শকে সকলের সাধুবাদ জানিয়েছেন।