অর্থের বিনিময়ে সরকারী আধিকারিকদের যোগসাজশে ভুয়ো জাতী শংসাপত্র তৈরি করছে দালালরা

0
336

অর্থের বিনিময়ে সরকারী আধিকারিকদের যোগসাজশে ভুয়ো জাতী শংসাপত্র তৈরি করছে দালালরা, এমন অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ আদিবাসীদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ আগস্ট––– অর্থের বিনিময়ে বিডিওর সাথে যোগসাজশ করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করছে দালারা। আর যার জেরে সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত এস সি, এসটিরা। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে মহকুমা শাসককের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন  পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।শতাধিক ভুয়ো নাম তুলে ধরে লিখিত অভিযোগ জানাবার পরেও কেন নিশ্চুপ রয়েছে প্রশাসন, এমন অভিযোগেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভরত আদিবাসীরা। এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আদিবাসিরা জমায়েত হয়ে এই বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগে স্থায়ী অস্থায়ী কর্মী নিয়োগে এমন অনেকে আবেদন করছেন যাঁরা এসটি না হয়েও নিজেদের এসটি বলে দাবি করছেন। এক্ষেত্রে তাঁরা ভুয়ো সার্টিফিকেটও বানিয়েছেন। যার উপযুক্ত প্রমানও তাদের হাতে রয়েছে। একশ্রেণীর অসাধু ব্যক্তির তৎপরতায় প্রশাসনিক আধিকারিকদের একাংশ এই দুর্নীতিতে জড়িত হয়েছে। যাদের হাত দিয়েই জেনারেল কাস্টরা এসটি তকমা লাগিয়ে সরকারী চাকরি করছেন। এব্যাপারে তদন্তর দাবিও জানিয়েছেন  আদিবাসিরা।
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জেলা নেতা দুলাল সরেন বলেন, পুরো জাতি শংসাপত্র যে তৈরি হচ্ছে তার প্রমাণ তারা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। তার পরেও প্রশাসন কেন সদর্থক ভূমিকা পালন করছেন না তার বিরুদ্ধেই এদিন তারা প্রতিবাদ জানিয়েছেন। আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here