কোচবিহার
অরবিন্দ কেজরিওয়াল মুক্তির দাবিতে অনশন কর্মসূচি ডাক দিল আম আদমি পার্টি কোচবিহার জেলা কমিটি । দুর্নীতির অভিযোগ বর্তমান জেলে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারই প্রতিবাদে এদিন কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় অনশন বসে আম আদমি পার্টি। কোচবিহার জেলা আম আদমি পার্টি সভাপতি অমিতাভ দেবনাথ বলেন, যারা দুর্নীতির করেছে বিজেপির একের পর এক নেতা তারা বাইরে রয়েছে ।অরবিন্দ কেজরিওয়াল কে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।