অমিত শাহের জানসভায় যোগ দিতে বিশেষ ট্রেনে বিজেপি কর্মীরা :-
আলিপুরদুয়ার : আগামী কাল ২৯ নভেম্বর সাধারণ মানুষ কে রাজ্য সরকারের বঞ্চনা ও তৃণমূল মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। ধর্মতলায় তিনি একটি দলীয় জনসভায় মূলত রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে লোকসভা ভোটের আগে কর্মীদের অক্সিজেন যোগান দিতে আসছেন তার কর্মসূচি কে সফল করতে বিভিন্ন জেলার সঙ্গে আলিপুরদুয়ার থেকেও বিশেষ ভাড়া করা ট্রেনে বিজেপি কর্মীরা মঙ্গলবার রওনা দিলেন। আলিপুরদুয়ার জেলার আসাম সীমানা সংলগ্ন কামাখ্যাগুড়ি রেল স্টেশন থেকে ওই বিশেষ ট্রেন টি ছাড়বে।উৎসাহের সঙ্গে দলে দলে বিজেপি কর্মীরা ওই ট্রেনে চড়ে বসেছেন।
















