অবৈধ নির্মাণ ও হকারদের দখলদারীকে প্রশ্রয় নয়। টক টু মেয়রে জানালেন মেয়র গৌতম দেব।

0
136

অবৈধ নির্মাণ ও হকারদের দখলদারীকে প্রশ্রয় নয়। টক টু মেয়রে জানালেন মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি:-

বৃষ্টিকে উপেক্ষা করে পাঁচ মিনিট দেরিতে হলেও টক টু মেয়র এ মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি।এও জানালেন শহরে কোন বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়।তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে,তবে সরকারি জায়গা আটকে হকারি কোনভাবেই মেনে নেওয়া হবে না।পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে,ফলে যত্রতত্র,যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা।দেখা হবে তাদের সঠিক পরিচয় পত্র ও তথ্য।বহি: রাজ্যের কোন হকারকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না শহর শিলিগুড়িতে।পাশাপাশি যানজট নিয়েও খুব শীঘ্রই বড়সড়ো ভুমিকা গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা বলেও জানান মেয়র গৌতম দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here