অবৈধ দখল এবং হকার উচ্ছেদ নিয়ে ৩ রা জুলাই থেকে মাঠে নামছে বালুরঘাট পৌরসভা। হকার জোন তৈরি করতে জরুরী বৈঠকেরও ডাক পুর কতৃপক্ষের

0
162

অবৈধ দখল এবং হকার উচ্ছেদ নিয়ে ৩ রা জুলাই থেকে মাঠে নামছে বালুরঘাট পৌরসভা। হকার জোন তৈরি করতে জরুরী বৈঠকেরও ডাক পুর কতৃপক্ষের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুন —— মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শহর জুড়ে অবৈধ দখল মুক্ত এবং হকার উচ্ছেদে মাঠে নামছে বালুরঘাট পৌরসভা । অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আগামী ৩রা জুলাই থেকেই মাঠে নেমে অভিযান শুরু করবে পৌরসভা কর্তৃপক্ষ । যানিয়ে ইতিমধ্যে আভ্যন্তরীণ সার্ভের কাজও শুরু করা হয়েছে পৌরসভার তরফে । সূত্রের খবর, বালুরঘাট শহরজুড়ে যে অভিযানে নামার আগে ২রা জুলাই একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়েছে পুরসভার তরফে। যার পরেই জেলা সদর শহরে প্রশাসনকে সাথে নিয়ে অবৈধ ভাবে ফুটপাত দখল এবং হকার উচ্ছেদ অভিযান শুরু করবে কর্তৃপক্ষ । তবে হকারদের একটি সুনির্দিষ্ট জায়গা দেবার ক্ষেত্রে শহরে হকার জোন গড়ার চিন্তাভাবনাও ইতিমধ্যে পুরসভার তরফে নেওয়া হয়েছে । যাতে করে উচ্ছেদ হওয়া হকাররা তাঁদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পুর চেয়ারম্যান অশোক মিত্র ।
উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে প্রায় প্রতিটি ছোট বড় রাস্তায় অবৈধ ভাবে দখল করে রেখেছে ব্যবসায়ীরা । যানিয়ে একাধিক বার সরব হয়েছেন বাসিন্দারা। কিন্তু তার পরেও অবস্থার কোন পরিবর্তন হয়নি । ফলে ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়ে সাধারণ মানুষদের । বিশেষ করে কোন উৎসব অনুষ্ঠানে সমস্যা আরও তীব্রতর হয়ে ওঠে এই শহরে । যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই এবারে পৌরসভার অভিযান সফল হলে সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জনপরিসেবা আরও উন্নত করতে রাজ্য জুড়েই এমন অভিযান চলছে । এবারে আমাদের শহরেও অভিযানে নামা হবে । তবে তার আগে একটি বৈঠক করে সকলের সাথে আলোচনা করার দিন ঠিক হয়েছে । শহরবাসীর সুবিধার্থে এবং শহরে আসা মানুষজনের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত, যা সকলেই স্বাগত জানাবেন বলে মনে করছেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here