লোকেশন:- শীতলকুচি
কোচবিহার:- অবৈধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করলো শীতলকুচি থানার পুলিশ ।শীতলকুচিতে অবৈধ কাফ সিরাপ এর ব্যবসা চালাচ্ছিল গোপন সূত্র এমন খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ বৃষ্টি মোবাইল রিপেয়ারিং সেন্টারে অভিযান চালিয়ে ৬২ টি বোতল কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।কফ সিরাপ উদ্ধারের পাশাপাশি মজিদ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করবে পুলিশ।যদিও ধৃত ওই ব্যবসায়ীর পরিবারের দাবি মজিদ মিয়াকে ফাঁসানো হয়েছে