অবসরপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে বৃদ্ধ মাকে মারধর ও ভাইকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ, উত্তেজনা বালুরঘাটের খাদিমপুরে
বালুরঘাট, ২৯ অক্টোবর —– বালুরঘাট শহরের খাদিমপুর আমবাগান এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, বৃদ্ধা মা ও ভাইয়ের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছেন ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও তাঁর ছেলে। বুধবার পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের ভাই বিকাশ চক্রবর্তী। তাঁর অভিযোগ, দাদা সুজিত চক্রবর্তী, বৌদি ও ভাইপো সুরজিত চক্রবর্তী মিলে দীর্ঘদিন ধরে তাঁর ও আশি উর্দ্ধ মায়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছেন। সম্পত্তি দখলই তাঁদের লক্ষ্য বলে দাবি বিকাশবাবুর। এমনকি মায়ের দেখভালের কথা বললেই তাঁকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। প্রথমে থানায় জানালেও তাতে সুরাহা না হওয়ায় এবার সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আশঙ্কা, সম্পত্তির জন্য যে কোনও দিন তাঁকে ও তাঁর বৃদ্ধ মাকে মেরে ফেলা হতে পারে।
যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সুরজিত চক্রবর্তী। তাঁর দাবি, “ঠাকুমার পেনশন ভোগ করেও কাকু কোনও দায়িত্ব নেন না। দিনরাত গালাগাল করেন, আমাদের মানসিকভাবে নির্যাতন করেন। প্রতিবাদ করাতেই আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।”
যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এদিকে এই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।






















