অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবার চালু হলো কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ পর্যন্ত ট্রেনে সর্ব নিম্ন ভাড়া দশ টাকা।ফলে সাধারণ মানুষরা ভীষন খুশী। উল্লেখ্য করোনা অতিমারির পর যখন থেকে স্পেশাল ট্রেন চালু হয় তখন ট্রেনের ভাড়া দশ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ টাকা করা হয় রেল দফতর থেকে।করোনা অতিমারি স্বাভাবিক হলেও ট্রেনের ভাড়া রায়গঞ্জ পর্যন্ত ৩০ টাকাই থাকে।বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যাতে রেলে ভাড়া কমিয়ে আগের মতো ১০ টাকা করা হোক। অবশেষ রেল দফতর থেকে ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৩০ টাকার বদলে ১০ টাকা করা হয়ে।ফলে খুশি রেলের যাত্রীরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবার চালু হলো কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ পর্যন্ত ট্রেনে...