অপহরণ হয়ে যাওয়া যুবতীকে কয়েকদিনের মধ্যেই উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ,সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা পুলিশ সুপার।

0
586

 শীতল চক্রবর্তী গঙ্গারামপুর, ১৭ ই ফেব্রুয়ারি, দক্ষিণ দিনাজপুর:-অপহরণের কিছুদিনের মধ্যেই পুলিশ এক যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেইসঙ্গে পুলিশ আগেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ রিমাইন্ডে নিয়ে যুবতীকে উদ্ধার করে এমন সাফল্য পেয়েছে বলে খবর।দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার পুলিশ হরিয়ানা রাজ্যের গুরগাঁও এলাকা থেকে  মঙ্গলবার রাতে সেখান থেকে ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে আসে বলে খবর। বুধবার গঙ্গারামপুর থানায় সাংবাদিক বৈঠক করে পুলিশের এমন সাফল্যের কথা জানান জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত। পুলিশের মাধ্যমে মেয়েকে ফিরে পেয়ে সাধুবাদ জানিয়েছেন উদ্ধার হওয়ার যুবতীর পরিবার সহ সকলেই।                                

      পুলিশ সূত্রে খবর, গত ইংরেজির ৩০/০১/২০২১ তারিখে গঙ্গারামপুর থানার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকা থেকে হরিশচন্দ্র সরকারের মেয়ে নিরুপা সরকার বয়স ২১ বছরের মত। ওই যুবতীর বাবার অভিযোগ, সেদিন আনুমানিক ৮ টা ৩০ মিনিট নাগাদ তার কন্যা নিরুপা সরকারকে মোটর বাইকে করে তার বাড়ির সামনে এসে তপন থানার রামপুরের বাসিন্দা হাকিম সরকার, তার পরিচিত একই এলাকার বাসিন্দা তপন থানার মিনা পাড়ার ও দেওধর(পালপাড়া) এলাকার বাসিন্দা অলোক পাল সীতেশ পালেরা ডাকতে থাকে। আমার মেয়ে বাড়ির বাইরে যাওয়া মাত্র তারা তাকে জোরপূর্বক অপহরণ করে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার। অপহরণ হওয়া যুবতীর বাবা হরিশ চন্দ্র সরকারের আরও অভিযোগ, এই কাজে তাদের মদত দিয়েছে হাকিমুল সরকারের বাবা সিদ্দিক সরকার ও তার মা হাসিনা বিবিও। গঙ্গারামপুর থানার পুলিশ যুবতীর বাবার কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর থানার মামলা নং ৩৫/২১ তারিখ ০১/০২/২০২১ ভারতীয় দণ্ডবিধি ৩৬৩/৩৬৫/৩৪ আইপিসি ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোর করে অপহরণ করা,একসঙ্গে সকলে মিলে এমন ঘটনা ঘটানোর মামলা দায়ের করেন। থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু এই ঘটনার তদন্ত করতে দেন থানার এএসআই অফ পুলিশ গৌতম চক্রবর্তীকে। গৌতম বাবু আইসির নির্দেশ পেতেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য হাকিমুল সরকারের দুই পরিচিত অলোক ও সীতেশ পালকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেন। তাদের দুজনের কাছ থেকে জেলা করে মোবাইল টাওয়ার লোকেশন নিয়ে জানতে পারে উত্তরপ্রদেশের হরিয়ানা জেলার গুরগাঁওয়ে রয়েছে ওই যুবতী। পড়ে আইসির নির্দেশে সেখানে টিম নিয়ে গিয়ে অফিসার গৌতম বাবু মঙ্গলবার রাতে সেখান থেকে ওই যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।       

 বুধবার গঙ্গারামপুর থানায় সাংবাদিক বৈঠক করে ওই যুবতীকে উদ্ধার করার সাফল্যের কথা জানান জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত।                            

     তিনি জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পরে ওই অপহরণ হয়ে যাওয়া যুবতীকে উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে ওই যুবতীকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

                 পুলিশের মাধ্যমে মেয়েকে ফিরে পেয়ে পুলিশের কাজে সাধুবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া যুবতীর পরিবারসহ সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here