পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ এপ্রিল––– নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক ভারতীয় সেনা জওয়ানের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লকমা গ্রামের ঘটনা । বিষয়টি জানিয়ে, হিলি থানায় লিখিত অভিযোগ করেছেন জওয়ানের স্ত্রী ঋত্বিকা মাহাতো। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । সূত্রের খবর, পার্থ মাহাতো নামে ওই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল ঋত্বিকার । একটি মন্দিরে গিয়ে বিয়েও করে তারা । বিয়ের পর কয়েক মাস শ্বশুর বাড়িতে রাখা হয়েছিল তাকে। পরবর্তীতে তাকে ঘরছাড়া করার উদ্দেশ্যে সেনা জওয়ান সহ তার পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে ওই গৃহবধূ কে বলে অভিযোগ । এমনকি আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও চালায় এই পরিবারের সদস্যরা বলেও অভিযোগ । বর্তমানে ঋত্বিকা মাহাতো ৪ মাসের অন্তঃসত্ত্বা। এর আগেও মহিলার গর্ভের সন্তানকে নষ্ট করার অভিযোগ রয়েছে এই সেনা জওয়ানের বিরুদ্ধে। জানাগেছে, ঋত্বিকার স্বামী কর্মসূত্রে কাশ্মীরে চলে যাওয়ার পর তার উপর শ্বশুর বাড়ির সদস্যদের অত্যাচারের মাত্রা বেড়ে যায় । তার ব্যবহৃত শাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে পরিবারের সদস্যরা । অভিযুক্ত জওয়ান পার্থ মাহাতো সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে হিলি থানার পুলিশ।

হিলি থানার আই.সি গণেশ শর্মা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে একটি বধূ নির্যাতন সহ খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।