অনুমতি না নিয়েই ঘন জনবসতিপুর্ন এলাকায় মোবাইল টাওয়ার বসানোর অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে, মহকুমাশাসক ও চেয়ারম্যান কে গন অভিযোগ স্থানীয়দের, উত্তেজনা বালুরঘাটের সুভাষকর্নার এলাকায়

0
263

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ৯ জুন ————- প্রতিবেশীদের অনুমতি না নিয়েই ঘন জনবসতিপুর্ন এলাকায় মোবাইল টাওয়ার বসানোর অভিযোগ এক প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট শহরের সাত নম্বর ওয়ার্ডের সুভাষ কর্নার এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, তাদের অনুমতি না নিয়েই নানা কৌশলে বাড়ির ছাদে ওই টাওয়ার বসানোর কাজ চালিয়ে চলেছেন মনোজ ঘোষ নামে ওই ব্যক্তি। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি যে কোন মুহুর্তে বড়সড় দুর্ঘটনার কবলেও পড়তে পারেন এমন আশঙ্কায় কার্যত ঘুম উড়েছে শহরের সাত নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দাদের। ঘটনা জানিয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসককে গন লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও বাসিন্দাদের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন সেনাকর্মী মনোজ ঘোষ। 

জানা যায়, শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন সেনাকর্মী মনোজ ঘোষ তার বাড়ির ছাদে বেশকিছুদিন ধরে মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করেছে। বিষয়টি জানতেই ঘটনা জানিয়ে মহকুমাশাসক ও পুরসভার চেয়ারম্যান কে গন অভিযোগ  দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই প্রাক্তন সেনা কর্মী বেশকিছুদিন আগে কিছু বাসিন্দা কে জলের লাইন বসানোর নাম করে একটি কাগজে সই করিয়ে নিয়েছিলেন। এরপর জনবহুল এলাকায় ওই মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই টাওয়ার বসানোর কারণে শুধুমাত্র পরিবেশের ভারসাম্য নষ্টই নয়, যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে বলে দাবি করেছেন তারা। একজন দেশের প্রাক্তন সেনা কর্মী হয়ে কিভাবে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে কিছু লোককে দিয়ে কাগজে সই করালেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন  বাসিন্দারা। যার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।

এলাকার বাসিন্দা  সরস্বতী শীল ও গোপাল শীলরা বলেন, বাসিন্দাদের অনুমতি না নিয়েই ওই মোবাইল টাওয়ার বসানোর কাজ সারছেন প্রতিবেশী। এই ঘটনায় তারা আতঙ্কিত। প্রশাসনের কাছে গণ অভিযোগ জানানোর পরেও কোন সদুত্তর দেননি তারা। তারা চান অবিলম্বে ওই টাওয়ার বসানোর কাজ বন্ধ করা হোক এলাকায়। 

মনোজ ঘোষ নামে প্রাক্তন ওই সেনাকর্মী অবশ্য জানিয়েছেন, সুনির্দিষ্ট নিয়ম মেনেই মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করেছেন তাঁর বাড়ির ছাদে। বাসিন্দারা যে অভিযোগ তুলছেন তারা সম্পূর্ণ ভিত্তিহীন। 

সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী অবশ্য জানিয়েছেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ তাঁর কাছে এসেও পৌঁছেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। 

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র অবশ্য জানিয়েছেন, মোবাইল টাওয়ার বসানো সংক্রান্ত বিষয় পুরসভার এক্তিয়ারের বাইরে হলেও ইতিমধ্যে তারা এবিষয়টি নিয়ে সরজমিনে খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি রেখেছেন। যা উর্দ্ধতন কতৃপক্ষের হাতে তুলে দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here