গ্রেফতার কেস্টো। চড়াম চড়াম ঢাক বাজিয়ে, গুড় বাতাসা নকুলদানা বিলি করে মানুষের কাছে সেই “খুশির” বার্তা পৌছে দিল এসএফআই ও ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে।
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের রাজপথে নেমে পড়ে এসএফআই ও ডি ওয়াই এফ আই। হাতে গরুর দড়ি দিয়ে অনুব্রত’র মুখোশ পড়িয়ে কোমর ধরে ঘোরানো হয় বুনিয়াদপুর শহর জুড়ে। সঙ্গে ছিল চড়াম চড়াম ঢাকের বাদ্যি আর গুড়, বাতাসা,নকুলদানা বিলি করা হলো বুনিয়াদপুর শহর জুড়ে।
এ বিষয়ে ডি ওয়াই এফ আই দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক শুভ্রজিৎ দাস জানিয়েছেন, গতকাল বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডল গরু চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে, তার জন্যই আমরা আজকে বুনিয়াদপুর শহর জুড়ে নকুলদানা বিলি ও ঢাক বাজিয়ে গোটা বুনিয়াদপুর শহরে বিক্ষোভ মিছিল করা হলো।