অনিয়মের অভিযোগ তুলে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের, পাল্টা ছাত্রদের বিরুদ্ধে অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগ কলেজ অধ্যক্ষর

0
340

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ নভেম্বর— একাধিক অনিয়মের অভিযোগ তুলে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার দুপুরে এই ঘটনাকে তুমুল চাঞ্চল্য তৈরী হয়। খোদ কলেজ অধ্যক্ষের ঘরের সামনের ছাত্রছাত্রীরা বসে বিক্ষোভ দেখাতে থাকে। ছাত্র ছাত্রীদের অভিযোগ, গতবছর ন্যাক ভিজিটের সময় রাতের অন্ধকারে তড়িঘড়ি নিম্নমানের কাজ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে মাত্র এক বছর না পেরোতেই সে সব কাজের উপকরণ খসে পড়ছে। অবিলম্বে এই সমস্ত খরচের হিসাব তাদের সামনে তুলে ধরতে হবে।’


 কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুরজ সাহা জানান, ন্যাক ভিজিটের সময় যে অর্থ খরচ করে এই কাজ করা হয়েছিল, তা সবই কলেজের ছাত্রদের টাকা। কলেজের অধ্যক্ষ বা অধ্যাপকরা এ কাজের জন্য সামান্য টাকাও দেন নি। সেকারণে এই খরচের হিসাব নেবার সম্পূর্ণ অধিকার রয়েছে যদিও। 


যদিও এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু। তিনি জানান, কলেজের ছাত্রছাত্রীদের অসমাজিক কাজকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব কাজের প্রতিবাদ করাতেই এদিন তারা ঘরের সামনে বিক্ষোভ দেখায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here