অনাস্থা ইস্যুতে এবারে তৃণমূল কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি! সাংবাদিক বৈঠক ডেকে অডিও ফাঁস, অস্বস্তিতে শাসকদল

0
232

অনাস্থা ইস্যুতে এবারে তৃণমূল কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি! সাংবাদিক বৈঠক ডেকে অডিও ফাঁস, অস্বস্তিতে শাসকদল

বালুরঘাট, ৩০ ডিসেম্বর —– বালুরঘাট পুরসভায় অনাস্থা ইস্যুকে কেন্দ্র করে এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরেই চরম সংঘাত প্রকাশ্যে এল। দলেরই এক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের গুরুতর অভিযোগ তুললেন আর এক তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি করেন বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রলয় কুমার সরকার। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল কাউন্সিলর মহেশ।
প্রলয় সরকারের দাবি, অনাস্থা ইস্যুতে তাঁর অবস্থানকে কেন্দ্র করে টেলিফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। শুধু তাই নয়, সরাসরি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি, বিজেপির হয়ে কাজ করে দলের প্রার্থীকে হারানোর মতো ভিত্তিহীন অভিযোগও চাপানো হয়েছে তাঁর ঘাড়ে। যে অডিও প্রকাশ্যে আসতেই শহরজুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে এত গুরুতর অভিযোগ সত্ত্বেও কেন পুলিশের দ্বারস্থ হননি—এই প্রশ্নে প্রলয় সরকারের উত্তর, বিষয়টি তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন এবং দলের উপরই ভরসা রেখেছেন। এদিকে অভিযুক্ত মহেশের প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।
জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান, ভাইরাল অডিও খতিয়ে দেখা হবে এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত বালুরঘাট পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ২৩, বাকি দু’টি ওয়ার্ড বামেদের দখলে। বর্তমানে পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন অশোক মিত্র, যাঁর বিরুদ্ধেই অনাস্থার ডাক দিয়েছেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। এই অনাস্থা ঘিরেই গত কয়েক দিন ধরে শহরজুড়ে রাজনৈতিক নাটক চলছে।
সোমবার প্রথম একটি অডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ ওঠে—অনাস্থায় সই করাতে শহরের এক আদিবাসী মহিলা কাউন্সিলরকে হুমকি দিচ্ছেন এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দাস। তার পরদিনই সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় অডিও প্রকাশ্যে আনলেন প্রলয় সরকার।
পরপর অডিও ফাঁস, তাতে প্রাণনাশের হুমকি ও কুরুচিকর ভাষার অভিযোগ—সব মিলিয়ে বিধানসভা ভোটের মুখে শাসকদলের অন্দরের গোষ্ঠীকোন্দল কার্যত প্রকাশ্যে চলে এসেছে। বালুরঘাট পুরসভায় অনাস্থা ইস্যু যে তৃণমূলের কাছে ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে, তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here