অধ্যাপক সংগঠনের দায়ীত্ব নিয়ে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে প্রবেশ অভিষেক ঘনিষ্ঠ সানোয়ার মোল্লার, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে গুরুত্ব দিয়ে জেলায় ৮ জনের টাস্ক ফোর্স গঠন রাজ্য নেত্রীর
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ আগষ্ট ————– প্রফেসর সংগঠনের অবজারভার হয়ে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে প্রবেশ অভিষেক ঘনিষ্ঠ সানোয়ার মোল্লার। গঙ্গারামপুরে অনুষ্ঠিত ওয়েবকুপার একটি কনভেনশনের মাধ্যমে কুমারগঞ্জের বাসিন্দা তথা কলকাতার রামমোহন কলেজের ফিজিক্সের অধ্যাপক সানোয়ার মোল্লাকে এই দায়িত্বভার তুলে দিয়েছেন সংগঠনের রাজ্য নেত্রী কৃষ্ণকলি বসু। শুধু তাই নয়, অধ্যাপক সংগঠনের হাত ধরে জেলায় তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে ৮ জনের একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। যাদের মাথার উপরেই বসানো হয়েছে অভিষেক ঘনিষ্ঠ কলকাতার ওই অধ্যাপককে। রাজ্য নেত্রীর উপস্থিতিতে প্রফেসর সংগঠনের ডাকা ওই কনভেনশনের একই মঞ্চে অধ্যাপক সানোয়ার মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার। যাদের উপস্থিতিতেই অধ্যাপক সংগঠনের ওই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। শুধুমাত্র অধ্যাপক সংগঠনের শক্তিবৃদ্ধিই নয়, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এই টিম, বললেন সংগঠনের রাজ্য সভাপতি।
রাজ্যজুড়ে তৃণমূলের সাংগঠনিক বিস্তার চুড়ান্ত পর্যায়ে পৌছালেও জেলায় জেলায় সেভাবে বাড়েনি অধ্যাপক সংগঠন। একদিকে দলের অভ্যন্তরে যখন দুর্নীতিপরায়ণ নেতাদের সংখ্যা বাড়ছে, আর যাকে সামলাতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে তৃণমূল কে। রাজনৈতিক ফায়দা তুলতে সেইসব ইশুকে হাতিয়ার করে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বিরোধীরাও। আর তখনই সেই অবস্থার পরিবর্তন করতে কিছুটা কৌশল অবলম্বন করে জোর পর্যায়ে মাঠে নেমেছে শাসকদল। তবে এক্ষেত্রে নিচুতলার নেতা কর্মীরা নন, জেলায় জেলায় সংগঠনের হাল ধরতে উচ্চ শিক্ষিতদের উপরই ভরসা রাখছে তৃণমূল। আর সে কারনেই এবারে রাজ্যজুড়ে অধ্যাপক সংগঠনকে শক্তিশালী করে জেলায় জেলায় সংগঠনের হাল ধরতে মাঠে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে দলীয় সুত্রের খবর। সদ্য জেলা সভাপতি বদলের পর কুমারগঞ্জের বাসিন্দা তথা অভিষেক ঘনিষ্ঠ সানোয়ার মোল্লাকে জেলার অধ্যাপক সংগঠনের মাথায় বসাতেই তা যেন কার্যত স্পষ্ট হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলায় জেলায় অধ্যাপকদের সামনে রেখে অতি সুকৌশলে তৃণমূল তাদের ভাবমূর্তি পরিবর্তন করবার যে কৌশল গ্রহন করেছে তা ইতিমধ্যে অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। যাদের মাধ্যমেই আগামীতে জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি ঘটবে বলেই দলীয় সুত্রের খবর।
যদিও অধ্যাপক সানোয়ার মোল্লা জানিয়েছেন, দল তাকে যে দায়িত্ব দিয়েছে তার মাধ্যমেই আগামীতে এজেলায় তৃণমূলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি ঘটবে।
তৃণমূল অধ্যাপক সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জেলায় যে টাস্ক ফোর্স গঠন হয়েছে তারা শুধু সংগঠন নয়, মা মাটি মানুষের হয়ে কাজ করবে। তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জেলায় জেলায় এই টাস্ক ফোর্সের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।