শিলিগুড়ি:-অতিরিক্ত কাজের চাপ,অনিয়মিত দায়িত্ব ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। All India Association of Community Health Officers (WB)’-এর নেতৃত্বে গোটা বাংলায় আজ একযোগে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্যকর্মীরা।এদিন ফাঁসিদেওয়া ব্লকের স্বাস্থ্যকর্মী মৌমিতা রায় জানান,“আমরা তিনজনের কাজ একা একজনকে দিয়ে করানো হচ্ছে।তার পরও আমরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি।কিন্তু এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে মেদিনীপুরের এক সহকর্মী পাঁচ বছরের সন্তানকে রেখে আত্মহত্যা করেছেন।এটি অত্যন্ত মর্মান্তিক।”স্বাস্থ্যকর্মীরা জানান,তাদের কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব চাপানো যাবে না।আগামী ৮ই সেপ্টেম্বর কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বৃহৎ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাদের সংগঠনের পক্ষ থেকে।