কোচবিহার:-অজ্ঞাত পরিচয়ের এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ভিলেজ টু এর ভাগ্নি দ্বিতীয় খন্ডে। সাতসকালে মৃতদেহ নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়। তবে কীভাবে ওই মৃতদেহ সেখানে পৌঁছলো তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকাবাসীর মনে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দেহ সনাক্তকরণ এর কাজ চলছে বলে জানা গিয়েছে।
জানা যায় বৃহস্পতিবার সকালে দিনহাটা ভিলেজ টু এর ভাগ্নি দ্বিতীয় খন্ডের একটি জলাশয়ে একটি মৃতদেহ ভেসে ওঠে ।সকালে এলাকাবাসী নজরে আসতেই ভিড় জমাতে শুরু করে এলাকাবাসীরা।এরপর এলাকাবাসীরা পুলিশে খবর দেন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।বাসিন্দারা জানিয়েছেন, মৃতদেহটি এলাকার এবং আশেপাশের কোন বাসিন্দার নয় । অজ্ঞাত পরিচয় এর মৃতদেহ এলাকায় কিভাবে ভেসে উঠল তা নিয়ে ধন্ধে রয়েছি আমরা।পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি কার এখনো খোঁজ পাওয়া যায়নি তবে তদন্ত চলছে।
Home বাংলা উত্তর বাংলা অজ্ঞাত পরিচয়ের এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ভিলেজ টু...