জলপাইগুড়িঃ- অঙ্গনাওয়ারি কেন্দ্রের বেহাল অবস্থায় ক্ষোভ।অভিযোগ, কেন্দ্রের অঙ্গনওয়ারী কর্মী মাঝেমধ্যেই আসেন না। খাবার নিম্নমানের বলেও অভিযোগ। পোকা থাকা চাল ডাল ব্যবহার হয় বলে অভিযোগ। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পানিকউরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুটকিপাড়া অঙ্গনারী কেন্দ্রের ঘটনা। দীর্ঘদিন ধরেই এইভাবে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই কেন্দ্রের কর্মী সাধনার রায়।
Home বাংলা উত্তর বাংলা অঙ্গনাওয়ারি কেন্দ্রের বেহাল অবস্থায় ক্ষোভ।অভিযোগ, কেন্দ্রের অঙ্গনওয়ারী কর্মী মাঝেমধ্যেই আসেন না।