অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুটি ঘর। সড়ক না থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে সময়মত পৌছাতে পারলোনা

0
1013

আলিপুরদুয়ারঃ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুটি ঘর। সড়ক না থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে সময়মত পৌছাতে পারলোনা । ঘটনাটি ঘটেছে এদিন দুফুরে আলিপুরদুয়ার চণ্ডীর ঝার এলাকায় । এদিন বারোটা নাগাদ চণ্ডীরঝার এলাকায় শ্রীবাস দেবনাথ ও মিঠুন দেবনাথের বড়িতে গ‍্যাস সিলেণ্ডার থেকে আগুন লাগে ।মহুর্তের মধ‍্যে অগ্নিকাণ্ড বিশাল আকার ধারণ করে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌছায়। কিন্ত সড়ক না থাকার দরুণ ঘটনাস্থলে পৌছেতে পারেনা ।ফলতঃ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here