শিলিগুড়ি:-
বড়োসড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল আলিপুরদুয়ার গামি আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি।দমকলের ইঞ্জিন আসার আগেই রেলের সুরক্ষা কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।জানা গেছে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ আপ ০৩১৪৯ শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি নকশালবাড়ি অটল চা বাগানের কাছে পৌঁছালে ট্রেনের চালক দেখতে পান বাতানুকূল বগি ই-আর ০০০৪৩ কোচের নিচে থেকে ধোয়া বের হচ্ছে ।তিনি ট্রেনটিকে থামিয়ে দ্রুত বগীর কাছে এসে দেখতে পান ট্রেনের ব্রেক-শু তে আগুন লেগেছে।ততক্ষনাত বাগডোগরা স্টেশনে খবর দেওয়া হলে ঝুঁকি না নিয়ে ট্রেনটিকে স্টেশনে নিয়ে আসতে বলা হয়।সেই অনুযায়ী ট্রেনটি বাগডোগরা এসে পৌঁছলে রেলওয়ে নিরাপত্তা কর্মী বাগডোগরা থানার পুলিশ ট্রেনের বাতানুকূল ওই বগি টি ঘিরে ফেলেন।যদিও ততক্ষণে রেলের নিজস্ব নিরাপত্তা কর্মীরাই আগুন নিয়ন্ত্রণ করেন।