অগোছালো তৃণমূল! নেতা কর্মীদের গরহাজিরায় বালুরঘাটে একপ্রকার ফাঁকা রাস্তায় হেঁটে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ জানুয়ারী ——– অগোছালো তৃণমূল! জেলা সফরের শেষদিনে একপ্রকার ফাঁকা রাস্তায় হাটলেন মুখ্যমন্ত্রী। দেখা গেল না তৃণমূল নেতৃত্বদের তেমন কাউকেই। বুধবার সকালের এই ঘটনা রীতিমতো অবাক করেছে বালুরঘাট শহরের মানুষকে। যদিও এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মন্ত্রীকেই দায়ী করেছেন জেলা তৃণমূল সভাপতি। তার অভিযোগ, এদিন তাদের আসতে নিষেধ করা হয়েছিল।
মঙ্গলবার দুই দিনাজপুরে প্রশাসনিক সভা সারতে হেলিকপ্টারে করে প্রথমে রায়গঞ্জ এবং তারপরে বালুরঘাটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট স্টেডিয়ামে সভা শেষ করে সার্কিট হাউসে রাত্রিবাসও করেন তিনি। বুধবার সকালে হেলিকপ্টারে চেপে যেখান থেকেই মালদার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। তবে হেলিকপ্টারে চড়বার আগে সার্কিট হাউস থেকে বেরিয়ে সোজা পায়ে হেটে রওনা হন তিনি। সকাল সকাল শহরের মানুষের সাথে জনসংযোগ করবার উদ্দেশ্য নিয়ে বের হলেও এদিন যেন কিছুটা হতাশ হয়েছেন তিনি। কেননা রাস্তার দুপাশে দলীয় নেতা কর্মীদের কাউকেই সেভাবে দেখা যায়নি। আর যে কারনে রাস্তার দুপাশ এদিন একপ্রকার ফাকাই পড়ে থাকতে দেখা গেছে । যা দেখে রীতিমতো অবাক হয়েছেন শহরের বাসিন্দারাও। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের জেলা সফরের দিনে তার দলের নেতা কর্মীদের এমন গরহাজিরা যথেষ্টই অবাক করেছে বালুরঘাটের মানুষকে। শুধু তাই নয়, প্রথম দিনে প্রশাসনিক সভাস্থল মুখ্যমন্ত্রী ছাড়তেই এক অগোছালো তৃণমূল কে দেখা গেছে ওইদিন স্টেডিয়ামের বাইরে। যাকে ঘিরেও রীতিমতো গুঞ্জন শোনা গেছে দলীয় কর্মীদের মধ্যে। লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহুর্তে খোদ দলের সুপ্রিমোর জেলা সফরে কেন নেতৃত্বদের এমন গরহাজিরা ও দায়সাড়া ভাব ? যা নিয়ে অবাক হয়েছেন কর্মীদেরই একাংশ। যদিও এদিন দলের কর্মীদের এমন অনুপস্থিতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। একই সাথে এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মন্ত্রীকে দায়ি করিয়েছেন তিনি।
জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, প্রশাসনিক সভা নিয়ে প্রথম দিনে সাধারণ মানুষ ও দলের লোকদের উপস্থিতি চোখে পড়ার মতন ছিল। কিন্তু এদিন সকালে তাদের আসতে মানা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীর তরফে। যে কারণে শুধুমাত্র বালুরঘাট শহরের কিছু নেতৃত্বই এদিন সেখানে উপস্থিত ছিল।