অক্সিজেন ফুরিয়ে গেলো এম্বুলেন্সের। মাঝপথে কাতরাতে কাতরাতে মারা গেলো কোভিড রোগী

0
298

জলপাইগুড়ি:- অক্সিজেন ফুরিয়ে গেলো এম্বুলেন্সের। আর এর জেরে মাঝপথে কাতরাতে কাতরাতে মারা গেলো কোভিড রোগী। ঘটনায় জলপাইগুড়ি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুল্লো পরিবার। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি সার্ফের মোড় এলাকায় বাসিন্দা অনির্বান ব্যানার্জী ৪২। শ্বাসকষ্ট সহ অন্যান্য শারিরীক অসুস্থতার জন্য গত ১৯ ডিসেম্বর তাকে ভর্তী করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর তার করোনা সংক্রমণ ধরা পড়ায় তাকে গত ২০ ডিসেম্বর জলপাইগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

অভিযোগ এদিন সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি কোভিড হাসপাতালের ১০২ এম্বুলেন্স করে তাকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় এম্বুল্যান্স এর অক্সিজেন ফুরিয়ে যায়। এরপর অক্সিজেনের অভাবে মাঝ রাস্তায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে দাবি। অভিযোগ এরপর মাঝ রাস্তায় এম্বুল্যান্স ফেলে পালিয়ে যায় ড্রাইভার। এরপর এক সেচ্ছাসেবী সংগঠন এর এম্বুল্যান্স করে তার দেহ জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের শ্বাশুড়ি বনানী ব্যানার্জী।

ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর টেলিফোনে বলেন, রোগীর কিডনি ফেল ছিল। তার সাথে করোনা ছিল। রোগীর পরিবার আমাদের এম্বুলেন্স ড্রাইভারকে নিগ্রহ করেছেন। এরপর সে পালিয়ে গেছে। পরিবার এর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here