সেনা-সন্মানে শহরজুড়ে ত্রিরঙা, মিছিলে নেই বালুরঘাটের বিধায়ক! জল্পনার পারদ চড়ছে বিজেপি অন্দরে

0
100

সেনা-সন্মানে শহরজুড়ে ত্রিরঙা, মিছিলে নেই বালুরঘাটের বিধায়ক! জল্পনার পারদ চড়ছে বিজেপি অন্দরে

বালুরঘাট, ১৯ মে —– যখন শহরের রাজপথে গর্ব ভরে বয়ে চলেছে ‘ত্রিরঙা যাত্রা’, ভারতমাতার জয়ধ্বনিতে মুখর বালুরঘাট—তখনই চোখে পড়ল এক অভাব। বিজেপির ডাকে সেনার প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত এই বর্ণাঢ্য যাত্রায় অনুপস্থিত খোদ বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী! যা নিয়ে তুমুল চর্চা শহর জুড়ে, জল ঘোলা রাজনীতির অন্দরে।

সোমবার বিকেলে হিলি মোড় থেকে শুরু হয়ে সুসজ্জিত মিছিল পরিক্রমা করে থানা মোড় পর্যন্ত। সেনার বিভিন্ন যুদ্ধাস্ত্রের মডেল, ‘অপারেশন সিদুর’ স্মরণে সিঁদুর-ললাটে মহিলাদের অংশগ্রহণ—সব মিলিয়ে দৃশ্য ছিল অভূতপূর্ব। নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন তপন ও গঙ্গারামপুরের দুই বিধায়কও।

শুধুই অনুপস্থিত অশোক লাহিড়ী। কেন? বিজেপির তরফে জানানো হয়েছে, জরুরি কাজে ব্যস্ত থাকায় যোগ দিতে পারেননি। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন—ঠিক কী সেই কাজ, যা তাঁর নিজের কেন্দ্রের এমন গুরুত্বপূর্ণ আয়োজনে ছায়া ফেলল? দলের অন্দরেই কি তবে অসন্তোষের সুর?

সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “এই যাত্রা শুধু মিছিল নয়, দেশের বীর জওয়ানদের প্রতি আমাদের নিঃশব্দ প্রণাম। শহরের মানুষ যেভাবে পাশে থেকেছেন, তাতে স্পষ্ট—এই শ্রদ্ধা নিছক আনুষ্ঠানিকতা নয়, এক প্রাণের আবেগ।”

তবু, বিধায়ক অনুপস্থিতির ছায়া মুছতে সময় লাগবে বলেই মত শহরবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here