শিলিগুড়ি:-শিলিগুড়ি পুলিশের উদ্যোগে শুক্রবার শিলিগুড়ির একটি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের হোমের ২৮ জন বাচ্চাদের নিয়ে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক ও গাজলডোবা ভ্রমণের ব্যবস্থা করল শিলিগুড়ি পুলিশ।এদিন শিলিগুড়ি কমিশনারেটের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রার সূচনা করেন কমিশনার গৌরব শর্মা।জানা গেছে পুলিশের উপস্থিতিতে পুলিশের বাসে করে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে রওনা দেয় বাস।জানা গেছে প্রথমে বেঙ্গল সাফারি পার্কে তাদের ভ্রমণ করানো হবে এরপর গাজলডোবা ঘুরিয়ে দুপুরে খাওয়ার খাইয়ে তাদের হোমে পৌঁছে দেওয়া হবে।অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান থেকে শিলিগুড়ি পুলিশের ট্রাফিক বিভাগের অনলাইন স্পট চালানের টাকা তৎক্ষণাৎ মিটিয়ে ফেলার ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে ৭০টি POS তুলে দেওয়া হল ট্রাফিক বিভাগের হাতে।একইসঙ্গে গত কয়েক মাস ধরে মাঝেমধ্যে শিলিগুড়ি পুলিশের বিভিন্ন থানাতে একাধিক মোবাইল চুরি ছিনতাই ও হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছে।সেই সমস্ত অভিযোগের তদন্তে নেমে পুলিশ ৮৯টি মোবাইল উদ্ধার করতে পেরেছে।এদিনের এই অনুষ্ঠান থেকে উদ্ধার হওয়া মোবাইল তুলে দেওয়া হয় মোবাইলের মালিকদের হাতে।
Home বাংলা উত্তর বাংলা শিলিগুড়ি পুলিশের উদ্যোগে শুক্রবার শিলিগুড়ির একটি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের হোমের ২৮...