শিক্ষক নিগ্রহে কলঙ্কিত সভ্যতা! বালুরঘাটে গান্ধি মূর্তির পাদদেশে কংগ্রেসের প্রতিবাদে গর্জন
বালুরঘাট, ১৭ মে —- চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ‘স্বৈরাচারী’ মনোভাবের বিরুদ্ধে পথে নামল জাতীয় কংগ্রেস। শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে গান্ধি মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ, অথচ বার্তা ছিল সজোরে ধ্বনিত— অবিচারের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময়।
কংগ্রেস নেতা গোপাল দেব এদিনের কর্মসূচিতে বলেন, “যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছেন বহু শিক্ষক। নিজেদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামতেই তাঁদের উপর পুলিশি লাঠিচার্জ— এ সভ্য সমাজের গায়ে চরম কলঙ্ক। সরকারের এই অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষক নিগ্রহ মানে শিক্ষার অপমান। এই লজ্জা শুধু শিক্ষক সমাজের নয়, গোটা সমাজের। আমরা গান্ধিজির আদর্শে বিশ্বাসী। সেই কারণেই আজ তাঁর মূর্তির পাদদেশ থেকে এই অরাজকতার বিরুদ্ধে গলা তুলছি।”
বিক্ষোভস্থলে ছাত্র-যুব নেতৃত্ব থেকে প্রবীণ কংগ্রেস কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রতিবাদের ভাষা ছিল শান্ত, কিন্তু দৃঢ় সংকল্পে স্পষ্ট— এই লড়াই শুধু শিক্ষকদের জন্য নয়, শিক্ষার মর্যাদা রক্ষার জন্যও।