রাজনীতি ব্যবসার জায়গা নয়। আমার মনে হয়েছে রাজনীতির প্রথম কথা হচ্ছে সেবা, তারপরে হচ্ছে মানবিকতা। তারপর ধান্দা পানি আমরা করি, ওটা তো থাকবেই। কিন্তু ওটা মূল নয়। রাজনীতিবিদদের প্রথম কথা হচ্ছে সেবা। তারপরে মানবিকতা। অনেক আমার মত নেতা কে আমি দেখছি সেবার স ও নাই। মানবিকতার ম নাই। খালি কুনঠে কামাবো। আমার মত সমর মুখার্জির মতো এমএলএ রাএই ধান্দাই করছে। সেবা না মানবিকতা না। শুধু হাউ টু আর্ন মানি। গতকাল মালদার চাচলে প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালাতে বক্তব্য রাখার সময় এই ভাবেই রাজনীতিবিদদের একাংশকে বিধলেন রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক ও মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়। বুধবার চাচোল এর একটি বেসরকারি আবাসনে প্রশাসনের তরফে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যে কর্মশালায় উপস্থিত ছিলেন চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, ওই এলাকার জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। সেই প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখার সময় এইভাবেই দলের একাংশ কে নিশানা করেন সমর মুখোপাধ্যায়। তিনি আরো বলেন, নদী থেকে মাটি তুলে নেওয়া হচ্ছে সেই টাকা আমার মত রাজনীতিবিদদের পকেটে ঢুকছে। আমার উন্নতি হচ্ছে। কিন্তু আমরা ভাবছি না যে ব্রিজটা ভেঙে পড়বে। সমর মুখোপাধ্যায়ের এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, আমাদের জেলার একজন প্রবীণ বিধায়ক দীর্ঘদিন রাজনীতি করেছেন। প্রথমে কংগ্রেসের বিধায়ক ছিলেন পরে তৃণমূলের বিধায়ক হয়েছেন। তৃণমূল দলে এসে তার যে উপলব্ধি হয়েছে সেটা তিনি গতকাল প্রকাশ্যে বলেছেন। তিনি দেখছেন এই দলটাতে রাজনীতি টা কেও মানুষের কাজের জন্য করে না। সমস্তটাই টাকা রোজগারের জন্য করে। দুর্নীতির দায়ে তৃণমূলের নেতা-মন্ত্রীরা জেল খাটছেন তাহলে তিনি কি করে এই দুর্নীতিগ্রস্ত দল করছেন। তার তো এই দল করা উচিত না।