মহিলা বিশ্ব ক্রিকেটে রিচার ঝড় মুম্বইয়ে, উচ্ছ্বাসের জোয়ার গঙ্গারামপুরে!বেলবাড়িতে রাতভর আনন্দে নিদ্রাহীন দিদা
বালুরঘাট, ৩ নভেম্বর ——- বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা দলের গর্বের নাম এখন রিচা ঘোষ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মেয়ে রিচার ঝড়ো ইনিংস আর দুরন্ত উইকেটকিপিংয়ে যেন নতুন ইতিহাস রচনা হলো রবিবারের মুম্বইয়ের মাঠে। তাঁর ২৪ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস, দুটি ছয় ও তিনটি চারের ঝলক যেন মুহূর্তে আলো ছড়াল গোটা দেশজুড়ে। আর সেই আলোর প্রতিফলন সবচেয়ে উজ্জ্বল গঙ্গারামপুরের বেলবাড়িতে—যেখানে ছোটবেলা কেটেছিল ভারতের এই ক্রিকেট সেনসেশনের।
রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে রিচার ক্যাচ হাতে নেওয়া আর ব্যাটে ছয় মারার প্রতিটি মুহূর্তে গঙ্গারামপুরের ২ নম্বর ওয়ার্ডের বেলবাড়ির প্রতিটি ঘরে উঠেছে করতালির আওয়াজ। রাত গভীর হলেও ঘুম আসেনি বৃদ্ধ দিদা বিভা ঘোষের চোখে। হাসিমুখে তিনি বললেন, “নাতনিটা ছোট থেকেই অন্যরকম ছিল। তিন বছর বয়সে ব্যাট হাতে মাঠে নামত। পাড়ার ছেলেদের সঙ্গে লড়ত সমান তালে। আজ সেই ছোট্ট মেয়েটাই বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে—এর চেয়ে গর্বের কিছু হয় না!”
রিচার মামি শিখা ঘোষের কণ্ঠেও গর্ব ঝরে পড়ছে। “পুরো ম্যাচটাই দেখেছি। ভাগ্নির প্রতিটি ছয়, প্রতিটি শট আমাদের বুক ভরিয়ে দিয়েছে আনন্দে। সে যেন নিজের নয়, গোটা দেশের মেয়েদের মুখ উজ্জ্বল করছে। এমন সাফল্যের পর কারোরই ঘুম হয়নি বেলবাড়িতে।”
শিলিগুড়ির সুভাষপল্লীতে এখন রিচার বসবাস, কিন্তু তাঁর বেড়ে ওঠা, শিকড়, ভালোবাসা সবই গঙ্গারামপুরের মাটিতে। তাই বিশ্বজয়ের আনন্দ আজ যেন গঙ্গারামপুরের প্রতিটি গলিতে, প্রতিটি মুখে। কেউ মিষ্টি বিলিয়েছেন, কেউ বাজি ফাটিয়েছেন, কেউ আবার আনন্দ আবেগে শুধু চোখের জল মুছে বলেছেন—ও আমাদের রিচা! আমাদের গর্ব, আমাদের মেয়ের জয় হোক আরও দূর।”


















