বালুরঘাটে দাবার দাবানল, মহিলাদের উদ্যোগে তিনদিনের জমকালো সাংস্কৃতিক উৎসবের আসর শহরে

0
1000

বালুরঘাটে দাবার দাবানল, মহিলাদের উদ্যোগে তিনদিনের জমকালো সাংস্কৃতিক উৎসবের আসর শহরে

বালুরঘাট, ১৭ মে —— বালুরঘাটে এবার মহিলাদের উদ্যোগেই বসছে দাবা প্রতিযোগিতার আসর। ৬ জুন থেকে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতার রঙিন আয়োজন। বালুরঘাট সংকেত ক্লাবের মহিলা সদস্যাদের উদ্যোগে এই অনুষ্ঠানের সূচনা হতে চলেছে। শনিবার ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয় জানানো হয়।

উৎসবে থাকছে নাটক, লোকগীতি, আবৃত্তি, অঙ্কন, নৃত্য ও সংগীতের পাশাপাশি ৭০ জন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত দাবা প্রতিযোগিতা। ক্লাবের তরফে জানানো হয়েছে, শহরে এই প্রথম মহিলারা নিজেরাই এত বড় সাংস্কৃতিক ও ক্রীড়া আসরের আয়োজন করছেন।

অনুষ্ঠানের কনভেনর সুষমিতা সরকার বলেন, “এই ধরনের ব্যাপক আয়োজনে মহিলারা প্রথমবার এগিয়ে এসেছেন। শিশু-কিশোরদের জন্য নাটক থেকে দাবা প্রতিযোগিতা—সবকিছুই থাকছে।”

উৎসবের মাধ্যমে সমাজে নারীদের সক্রিয় ভূমিকা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের নেতৃত্বের দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছেন ক্লাব সদস্যারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here