বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার!

0
133

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার!” — ফেসবুকে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,পাল্টা তোপ তৃনমূলেরও
শীতল চক্রবর্তী বালুরঘাট, ২ নভেম্বর —–প্রতিবেশীর অভিযোগ জানানোর প্রায় দু’বছর কেটে গেলেও অভিযুক্ত দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় জেলা পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুললেন দক্ষিণ দিনাজপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের ফেসবুক পেজে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সুকান্তবাবু তাঁর পোস্টে লিখেছেন, “বংশীহারী থানায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁদের ভোটব্যাঙ্কে পরিণত করছেন।” তাঁর সঙ্গে যুক্ত করা হয়েছে অভিযুক্তদের নামে করা অভিযোগপত্র ও বাংলাদেশের ভোটার কার্ডের কপিও।
অভিযোগ, বাংলাদেশের গাজীপুর ও ঢাকার বাসিন্দা আব্দুল মান্নান ওরফে বিশু মিঞা এবং লাভলী বেগম অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বংশীহারী থানার করখা এলাকায় বসবাস শুরু করেন। স্থানীয় বাসিন্দা ফিরোজ মিঞা জানান, “তাদের বিরুদ্ধে জাল ভোটার কার্ড বানানো থেকে শুরু করে সম্পত্তি দখলের অভিযোগ জানিয়েছিলাম। প্রশাসন ব্যবস্থা নেয়নি।”
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর এই পোস্টের জবাবে জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস পাল্টা কটাক্ষ করে বলেন, “প্রশাসন তদন্ত করছে। মানুষকে বিভ্রান্ত করাই বিজেপির কাজ।”
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল অবশ্য জানিয়েছেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এসআরপি ইস্যুতে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রীর এই পোস্টে নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠেছে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here