ফুটবল খেলাকে ফিরিয়ে আনতে বোরডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাবের উদ্যোগ

0
194

ফুটবল খেলাকে ফিরিয়ে আনতে বোরডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাবের উদ্যোগ
দু’দিনব্যাপী ১৬ দলের, ফুটবল টুর্নামেন্টের সূচনা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১ নভেম্বর:গ্রাম–শহরে ক্রমশ কমে আসা ফুটবল খেলার জনপ্রিয়তাকে নতুন করে জাগিয়ে তুলতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাব। রবিবার বোরডাঙ্গি ফুটবল মাঠে সূচনা হলো দু’দিনব্যাপী ১৬ দলের ফুটবল প্রতিযোগিতার। উদ্বোধন করেন গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র এবং গঙ্গারামপুর পুরসভার ভাইস-চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সহ এলাকার বিশিষ্টজনেরা।
বোরডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাব শুধু ক্রীড়া চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়। সারা বছরই তারা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। বন্যা, বিপর্যয় কিংবা কোভিড পরিস্থিতি—দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ক্লাবটি। প্রতিবছরের মতো এবারও স্বর্গীয় স্বর্ণকমল মিত্র চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয়া প্রভা রাণী মিত্রের রানাস ট্রফির রাজ্যের বিভিন্ন প্রান্তের নামী ১৬টি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়, সমাজসেবী তুলসীপ্রসাদ চৌধুরী, অসিত মালাকার, ক্লাবের অন্যতম সদস্য সনাতন সরকার সহ বিশিষ্টজনেরা।
গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র বলেন,“প্রতিবছর এই ক্লাব ফুটবল প্রেমীদের জন্য এমন সুন্দর উদ্যোগ নেয়। তাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।”
গঙ্গারামপুর পুরসভার ভাইস-চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানান,“গ্রামবাংলায় ফুটবল খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।বোরডাঙ্গি প্রতিকার সংঘ ক্লাব সেই খেলাকেই জীবিত রাখার যে কাজ করছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।”
সমাজসেবী ও ক্লাবের অন্যতম সদস্য সনাতন সরকারের কথায়,“গ্রামে ফুটবল খেলার অভ্যাস কমে যাচ্ছিল।তাই আমরা প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করি। আগামী বছরও আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট করা হবে। সোমবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। রবিবার খেলা দেখতে ব্যাপক পরিমাণে ভিড় হয়েছিল বোরডাঙ্গি ফুটবল মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here