প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম রায়হান সেখ, বয়স ২৮ বছর এবং অপরজনের নাম মাঞ্জারুল আলি, বয়স ১৮ বছর। দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার রাতে তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল?কোথায় পাচার করতে যাচ্ছিল? এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে করেছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল...