নেশায় বেপরোয়া বাইক! থানা মোড়ে ধৃত যুবক, বালুরঘাটে সক্রিয় ট্রাফিক পুলিশের ধরপাকড় অভিযান

0
1083

নেশায় বেপরোয়া বাইক! থানা মোড়ে ধৃত যুবক, বালুরঘাটে সক্রিয় ট্রাফিক পুলিশের ধরপাকড় অভিযান

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
নেশায় চুর হয়ে শহরের বুক চিরে ছুটছিল বাইক। শেষরক্ষা হল না। ট্রাফিক পুলিশের তৎপরতায় থানা মোড়েই থমকে দাঁড়াতে হল যুবককে। শনিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। ধৃতের নাম উৎপল বর্মন, বাড়ি শহরের নকশা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যার ব্যস্ত সময়ে থানা মোড় এলাকায় অতিমাত্রায় গতি নিয়ে প্রবেশ করে ওই বাইক আরোহী। নজরে আসতেই তৎপর হয় ট্রাফিক পুলিশ। ব্রীথ অ্যানালাইজার পরীক্ষায় ধরা পড়ে—তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গেই আটক করা হয় উৎপলকে। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়।

একইদিন সকালে আরও এক মদ্যপ বাইক আরোহীকে আটক করা হয়েছে। বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের কড়া বার্তা—নেশা করে চালানো বাইক শহরের রাস্তায় চলতে দেওয়া হবে না। দুর্ঘটনা রুখতেই শুরু হয়েছে ধরপাকড় অভিযান।

শহরবাসীর স্বস্তি—ট্রাফিক পুলিশ এ বার আর চোখ রাঙিয়ে নয়, হাতে-কলমে নামছে রাস্তায়। নেশায় গতি, এবার থামছেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here