ডাইনি’ অপবাদে আগুনে পোড়ানোর হুমকি!

0
606

ডাইনি’ অপবাদে আগুনে পোড়ানোর হুমকি! ছয় দিন ধরে ঘরছাড়া আদিবাসী দম্পতি, তীব্র চাঞ্চল্য বালুরঘাটে

বালুরঘাট,৩ নভেম্বর —— একুশ শতকে দাঁড়িয়ে আজও ডাইনি অপবাদের অভিশাপ! দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ঘটল শিউরে ওঠার মতো এক ঘটনা। ডাইনি বলে চিহ্নিত করে এক আদিবাসী দিনমজুর দম্পতিকে বেধড়ক মারধর, তারপর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি। প্রানভয়ে গত ছয় দিন ধরে ঘরছাড়া তাঁরা। এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল চাঞ্চল্য।

অভিযোগ, বালুরঘাট থানার হাতিশালা এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর উকিল হেমব্রম ও তাঁর স্ত্রী শান্তি টুডুকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে স্থানীয় রবীন হেমব্রম, বাহামনি হাসদা ও বিপুল হেমব্রম। প্রতিবাদ করতেই তিনজনে মিলে শান্তির চুলের মুঠি ধরে টানাটানি, বেধড়ক মারধর করা হয়। এরপর এগিয়ে আসেন উকিল হেমব্রম। সেখানেই তাঁকেও ‘ডাইনি’ বলে অপমান করে বাঁশের লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ।

উকিল হেমব্রম জানান, “শান্তিকে মারধর করছিল ওরা। আমি বাধা দিতেই বলল, আমরা নাকি ডাইনি! এরপর তিনজনে মিলে মারতে শুরু করে। বলল, বাড়ি ফিরলে আগুনে পুড়িয়ে দেবে।” আতঙ্কে গত ছয় দিন ধরে আত্মগোপনে রয়েছেন তাঁরা। সোমবার সাহস সঞ্চয় করে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উকিল হেমব্রম।

এদিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে ক্ষোভের ঢেউ। আদিবাসী নেতা অমল মার্ডি বলেন, “এটা শুধুই হেনস্থা নয়— এটা এক সামাজিক অপরাধ। আজও ডাইনি অপবাদের নামে এমন নির্যাতন হওয়া লজ্জার। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মানুষ চাঁদে পা রেখেছে, কিন্তু কুসংস্কারের আঁধার আজও কিছু গ্রামে ঘনীভূত। হাতিশালার এই ঘটনা ফের প্রশ্ন তুলছে— অন্ধ বিশ্বাসের আগুনে আর কত নিরীহ প্রাণ পুড়বে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here