ট্যাঙ্কির জলে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুর

0
252

ট্যাঙ্কির জলে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুর, কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার

বালুরঘাট, ২৮ জুলাই ——মায়ের রান্নার ব্যস্ততা, বাবার মাঠে কাজ—আর সেই ফাঁকেই মৃত্যু হল আড়াই বছরের ছোট্ট প্রীতমের। সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিরহি এলাকায়। মৃত শিশুটির নাম প্রীতম হাসদা।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে শৌচালয় তৈরির জন্য বাড়ির উঠোনে একটি গভীর গর্ত খোঁড়া হয়, যা টানা বর্ষায় জলে পরিপূর্ণ হয়ে ওঠে। সোমবার সকালেও সেই গর্তটি কোনওভাবে ঢেকে রাখা ছিল না। সকালবেলায় বাবা সত্যজিৎ হাসদা মাঠের কাজে বেরিয়ে যান। মা মল্লিকা কিস্কু তখন রান্নায় ব্যস্ত। আর সেই সময়েই খেলার ছলে জলভরা ট্যাঙ্কির পাশে চলে আসে ছোট্ট প্রীতম। সেখানেই পিছলে পড়ে যায় জলে।

অনেকক্ষণ ধরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। চিৎকার শুনে বাড়ি ফেরেন বাবা সত্যজিৎ। উঠোনে রাখা ট্যাঙ্কির জলে একটি ব্রাশ ভাসতে দেখে সন্দেহ হয় তাঁর। পা ডুবিয়ে খুঁজতেই উঠে আসে নিথর প্রীতমের দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বাবা সত্যজিৎ হাসদা কাঁদতে কাঁদতে বলেন, “আমি বাড়িতে ছিলাম না, মা রান্না করছিল। সেই ফাঁকেই আমাদের ছেলে চলে গেল। এটা মেনে নেওয়া অসম্ভব।”

এদিকে এই ঘটনা নিয়ে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here