চুরি হওয়া ট্রাক্টর ও থ্রেসার উদ্ধার করলো হরিরামপুর থানার পুলিশ

0
274

হরিরামপুর: চুরি হওয়া ট্রাক্টর ও থ্রেসার উদ্ধার করলো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশ মঙ্গলবার উদ্ধার হওয়া ট্রাক্টর ও থ্রেসার টি ট্রাক্টর মালিকের হাতে তুলে দিলেন হরিরামপুর থানার পুলিশ, জানা গিয়েছে মালদা জেলার পুকুরিয়া থানার নসিপুর গ্রামের বাসিন্দ বেনিজা বিবির একটি ট্রাক্টর ও থ্রেসার ছিলো সেই ট্রাক্টারটি হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত হোসেন মোহাম্মদ ভুট্টা মারার জন্য নিয়ে এসেছিল মালদা থেকে ট্রাক্টর
ও থ্রেসার সার তার কাছে রেখেছিল সেই সময় রাত্রি হয়ে যাওয়াই না নিয়ে যাওয়ার পরামর্শ দেন হোসেন মোহাম্মদ ও মসলেম মিয়া ও তার পরিবারের লোকজন যার পরেই মালদা জেলার পুকুরিয়া থানার নসিপুর গ্রামের বাসিন্দা বেনিজা বিবি পরবর্তীতে তার কাছে ফোন যায় ট্রাক্টর ও থ্রেসার টি চুরি হয়ে গিয়েছে ঘটনা শুনতে পেয়েই মালদা জেলার পুকুরিয়া থানার নসিপুর গ্রামের বাসিন্দ বেনিজা বিবি হোসেন মোহাম্মদ এর বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন যার পরেই ঘটনা নিয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে হরিরামপুর থানার পুলিশ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে ট্রাক্টর ও থ্রেসার টি উদ্ধার করে এবং ট্রাক্টর মালিক কে মঙ্গলবার সেই ট্রাক্টর ও থ্রেসার টি উদ্ধার করে ফিরিয়ে দেয়। ঘটনায় অভিযুক্ত কে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ মঙ্গলবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন । পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তের নাম মসলেম মিয়া। তার বয়স আনুমানিক প্রায় 28 বছর তার বাড়ি হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের সুরেহের গ্ৰামে

বাইট ট্রাক্টর মালিক বেনিজা বিবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here