আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গ-এর সব থেকে বড় কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাস উৎসব।

0
303

কোচবিহার:-আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গ-এর সব থেকে বড় কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাস উৎসব। রাত ৯টা নাগাদ মদনমোহন মন্দিরে মাননীয় জেলাশাসক তথা দেবত্রট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান রাস চক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করেন। তার আগে বিশেষ পুজা অনুষ্টিত হয় মদনমোহন মন্দির প্রাঙ্গণে । সারা দিন উপাস থেকে বিশেষ পুজায় বসেন জেলা শাসক পবন কাদিয়ন। জেলাশাসক রাসচক্র ঘোরানোর পর সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন বাড়ি গেট । এরপরই রাশচক্র ঘোরানোর জন্য ঢল নেমে পড়ে সাধারন মানুষের । একই সাথে এদিন সন্ধ্যা মদনমোহন বাড়ি রাস উৎসব কে কেন্দ্র করে কোচবিহার রাস মেলা ময়দানে কোচবিহার পোরসভার পরিচালিত রাস মেলার উধবোদন করেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। একই সাথে মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের উদ্বোধন করেন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী ও গবেষক গিরীন্দ্রনাথ বর্মন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন । যদিও গত বছর মদনমোহন বাড়ি রথ যাত্রা অনুষ্ঠিত হলেও করোনার কারণে পৌরসভা পরিচালিত এই মেলা অনুষ্ঠিত হয়নি । তবে এবার সমস্ত করোনা বিধি মেনে মেলার আয়োজন করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে । বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এই মেলায় ।
সব মিলিয়ে প্রায় দুশো বছরের উপরের এই পুরনো কোচবিহারের রাস উৎসবকে কেন্দ্র করে লাখো লাখো মানুষের সমাগম হয় কোচবিহারে। শুধু কোচবিহার জেলা নয় অসম, নেপাল ভুটান, বাংলাদেশ সব জায়গা থেকেই প্রচুর মানুষের সমাগম হয় কোচবিহারে। কোচবিহারের এই রাস উৎসব ১৫ দিন ধরে চলবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নেপাল, বাংলাদেশ, ভুটান দার্জিলিং, কাশ্মীর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের ব্যবসার পসার জমাবে কোচবিহারের রাস মেলায়। এছাড়াও কোচবিহার পৌরসভার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় । ১৫ দিন ধরে এই মহারাজার আমলে থেকে হয়ে আসা রাস মেলাকে কেন্দ্র করে মানুষের আবেগ যেন সব কিছুকেই হার মানায়। সব মিলিয়ে কোচবিহারের রাসমেলা রাজ ঐতিহ্যের পরম্পরা কে টিকিয়ে রাখতে যেন এক অনন্য নিদর্শন আমাদের সামনে তুলে ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here