বালুরঘাটে কাউন্সিলরের তৎপরতায় উদ্ধার হিলির দুই নিখোঁজ শিশু
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারী —–কাউন্সিলরের তৎপরতায় উদ্ধার হিলির নিখোঁজ দুই শিশু। কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ হয় ওই দুই শিশু। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ঘাটকালী এলাকার। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ওই শিশুরা হল সৌরভ টুডু (১৩) ও অরুণ হাসদা (১৩)। দুজনের বাড়ি হিলির রসিদপুর এলাকায়। সপ্তম শ্রেণীর ওই দুই ছাত্রকে এদিন সকালে শহরের ঘাটকালী এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন কিছু ব্যক্তি। যা দেখে সন্দেহ হতেই স্থানীয়রা খবর দেয় এলাকার তৃণমূল কাউন্সিলর মহেশ পারেখকে। যে খবর পেয়ে এলাকায় ছুটে এসে বালুরঘাট থানার পুলিশ কে খবর দিলে তড়িঘড়ি এলাকায় ছুটে গিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক আর্থিক অনটন থেকেই ওই দুই শিশু কাজের খোঁজ করতে হিলি থেকে পালিয়ে বালুরঘাটের ছুটে এসেছিল।
১৯ নম্বর তৃণমূল কাউন্সিলর মহেশ পারেখ বলেন, ওয়ার্ডের এক দিদির মাধ্যমে খবর পেয়ে এলাকায় ছুটে গিয়ে ওই দুই শিশুর সাথে কথা বলেন তিনি। এরপর পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ওই দুই শিশুকে।
বর্তমানে পুলিশ ওই দুই কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।